চকরিয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই বদিউল আলম (৫০) নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়ায় মৃত নুরুল হকের ছেলে বদিউল আলমকে আপন ছোট ভাই মনুর আলম মাথায় লাঠির আঘাত করে।

এতে বদিউল আলম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চমেক হাসপাতালে রেফার করেন। আহত বদিউল আলমকে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

স্থানীয় লোকজন জানায়, ছোট ভাই মনুর আলমের বাড়িতে থাকতো তাদের মা। বৃদ্ধাা মা’কে গত তিনদিন ধরে ভাত না দিয়ে অনাহারে রেখেছে এখবর পেয়ে বড় ভাই বদিউল আলম ছোট ভাইকে বকাবকি করে। এতে সে ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে।

বদিউল আলম মারা যাওয়ার খবর নিশ্চিত করে চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িত মনুর আলমকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও খবর