গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ডটকম
টেকনাফের হোয়াইক্যংয়ে পাহাড়ী এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারী নিহত হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী চারটি এলজি ও ২১রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
১৬ জুন রোববার ভোররাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ী ঢালায় একদল মাদক কারবারীর সাথে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।
নিহত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মোঃ ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এ সময় জাহাঙ্গীর ও সোহেল নামে র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব শাহেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান ইয়াবার একটি বড় চালান উদ্ধার করতে গেলে র্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালান মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান।
এরপর ঘটনাস্থল তল্লাশী করে বিপুল পরিমান মাদক,৪টি অস্ত্র,২১ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। নিহত তিন মাদক কারবারীর লাশ গুলো উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-