কক্সবাজারে পুলিশের অভিযানে আটক- ২১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৩ জুন সকাল ৮টা হতে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল–

১। মোঃ সেকান্দার প্রঃ সিকান্দার,পিতা-সৈয়দ নুর,সাং-পিএমখালী,থানা ও জেলা-কক্সবাজার।

২। ছৈয়দুল হক,পিতা-মৃত মোঃ কালু সাং-পিএমখালী,থানা ও জেলা-কক্সবাজার।

৩।শাহেনা চৌধুরী,পিতা-এসএম ছৈয়দুল বাহার,সাং-মিরাজ মুন্সির বাড়ি,উত্তর মেইন লাল দিঘীর পাড়,

৪।মোঃ এহসান,পিতা-মোঃ শফিক,সাং-আফজাল নগর,থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম।

৫।মোঃ মাজেদ,পিতাঃ মীর আহমদ,সাং-তারাবুনিয়াছড়া,ইসমাইল টাওয়ারের সামনে,

৬।সৈয়দ আলম,পিতা-কালু মিয়া,সাং-আউলিয়াবাদ,ইসলামপুর,০৮ নং ওয়ার্ড,

৭।সুলতান প্রঃ আরফান,পিতা-ছিদ্দিক আহমদ,সাং-আউলিয়াবাদ,ইসলামাবাদ,

৮।মোঃ আরিফ,পিতা-আজিজুল হক,সাং-পূর্ব কলাতলী,থানা ও জেলা-কক্সবাজার।

৯।রাসেল,পিতা-আঃ হাকিম,সাং-নতুন সৈকত পাড়া,থানা-মহেশখালী,জেলা,কক্সবাজার।

১০।সৈকত,পিতা-সিদ্দিক,সাং- কলাতলীথানা ও জেলা-কক্সবাজার।

১১।ইমাম হোসেন,পিতা-আবুল হেসেন,সাং- কলাতলীথানা ও জেলা-কক্সবাজার।

১২। রুবেল,পিতা,দ্বিন মোহাম্মদ,সাং- কলাতলী থানা ও জেলা-কক্সবাজার।

১৩।ফোরকান আহম্মদ,পিতা-জালাল আহমদ,সাং-মধ্যম হাউজ পাড়া,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

১৪।রশিদ আহমদ,পিতা-মৃত নজির আহমদ,সাং–মধ্যম হাউজ পাড়া,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

১৫।শাহজালাল,পিতা-মোঃ হেলাল,সাং-ডেইলপাড়া,চৌফলদন্ডি, থানা ও জেলা-কক্সবাজার।

১৬।মোঃ রবিউল আলম,পিতা-মৃত আবুল সামা,সাং-লেদু রঙ্গীখালী,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

১৭।মোঃ আবাছার,পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-লেদু রঙ্গীখালী,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

১৮।মোঃ মোস্তফা আহম্মদ,প্রঃ জাহেদ,পিতা-সিকান্দার আলী,সাং-উত্তর ডিকপাড়া,পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

১৯।রোজিনা আক্তার,স¦ামী-সালামত উল্লাহ,সাং-পশ্চিম সোমালিয়া,থানা-রামু,জেলা-কক্সবাজার।

২০।মমতাজ বেগম, স্বামী-মৃত সুলতান নবী,সাং-ফাতেরঘোনা পূর্ব লাইট হাউজ পাড়া,১২ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

২১।আসাদুজ্জামান চৌধুরী প্রঃ রাশেদ,পিতা-মৃত আব্দুল কাদের চৌধুরী,উত্তর
আদর্শগ্রাম,কলাতলী,শাহনাজ ডিলার,১২ নং পৌর ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর