চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর অভয়ারণ্য থেকে পাওয়া বিরল প্রজাতীর কালো রংয়ের একটি অজগর সাপ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
শনিবার সকালে সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীরা অজগরটিকে অজগর বেস্টনিতে অবমুক্ত করেন।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার বিকেলে ফাঁসিয়াখালীর অভয়ারণ্যে একটি অজগর সাপ দেখতে পায় বন পাহারাদাররা।
বিষয়টি ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামকে জানানো হয়। পরে তিনি ও বন কর্মচারীরা অজগর সাপটিকে উদ্ধার করে। অজগর সাপটিকে পার্কের অজগর বেস্টনিতে অবমুক্ত করা হয়েছে।
ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভয়ারণ্যে পাওয়া কালো রংয়ের অজগরটি লম্বায় ১২ ফিট। এর ওজন ২৫ কেজি। এই ধরনের কালো অজগর খুব বিরল।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, ফাঁসিয়াখালী বিটের কর্মকর্তা মাজহারুল ইসলামসহ পার্কের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-