এসআইয়ের কাছে পাওয়া গেল ১০ হাজার ইয়াবা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ইয়াবাসহ নগর পুলিশের এক উপপরিদর্শককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার রাত ৯টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর বিভাগে কর্মরত বলে জানা গেছে। তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার মো. শহীদুলতাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকায় মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর