চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নে গণধর্ষণের অভিযোগে শুক্রবার ভোরে পাঁচ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যার ইয়াকুবের ছেলে সেকান্দর (৩৩), নুরুল ইসলামের ছেলে ইলিয়াছ (৩২), নুরুজ্জামানের ছেলে কামাল (২৮), পশ্চিম চরলক্ষ্যার আবুল কালামের ছেলে ইউনুছ (২৫) ও জুলধার মো. ইউনুচের ছেলে জনাব আলী (৩০)।
কর্ণফুলী থানার এসআই মনিরুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে এক কিশোরীকে ফুসলিয়ে জুলধার শুক্কুর ব্রিক ফিল্ডের পরিত্যক্ত ঘরে নিয়ে বখাটেরা রাতভর ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদের নেতৃত্বে টানা অভিযান চালিয়ে অভিযুক্ত ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেনে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-