সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কাজী পরিবার। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (বুধবার) ১২ জুন দিবাগত রাত আড়াইটার দিকে ফিরোজ আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম ফিরোজ আহমদ পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী কৃষি ও মোহাজের সমবায় সমিতির সাবেক সভাপতি, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আমৃত্যু সভাপতি ছিলেন।
সংবাদপত্রের প্রেরিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন কাজী পরিবারের পক্ষ থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মেদ শামিম, পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহম্মেদ বাবু, কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল আহম্মেদ নোবেল। তাঁরা মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-