এই প্রথম প্রধানমন্ত্রীর বাজেট পেশ

অনলাইন ডেস্ক – দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ বোধ করায় স্পিকারের অনুমতি সাপেক্ষে বাজেট উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১টা ২১ মিনিটের দিকে অর্থমনত্রী সংসদে প্রবেশ করেন। ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আরেকজনের হাত ধরে গাড়ি থেকে নেমে সংসদে প্রবেশ করেন তিনি।

এর আগে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কয়েক দিন জ্বরে ভোগার পর গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান ৭২ বছর বয়সী মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে হাসপাতালেই থেকে যান।

শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে বাজেট উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী।

২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের এক পর্যায়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু পড়তে পেরেছি বাকিটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। উনি পড়ে দেবেন।’

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার আমারও অপারেশন, আমার মন্ত্রীরও অপারেশন। তার উপরে ঠান্ডা লেগে কিছুটা গলা সমস্যা। তারপরও পড়ছি।’

আরও খবর