আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১০ নারী-পুরুষ আটক

সিলেট ব্যুরো – সিলেট নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়াস্থ হোটেল সুপার (আবাসিক)-এ আকস্মিক অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ নারীসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায় কোতায়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার বাজার হাট থানার পিংকি (২৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাননবাজারের পান্না (২৬), ময়মনসিহং জেলার মুক্তগাছা থানার মধ্যপাড়ার কবিতা (২৮), চট্টগ্রাম জেলার পাচলাইশ থানার বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর জেলার সদর থানার চান্দুরা গ্রামের রিমি আক্তার (২২), যশোর জেলার শার্শা থানার কালিয়ানি গ্রামের রাবেয়া (২৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজার থানার বোনা শালেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার মো. সুলতান আহমদ (৪০)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর