কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১১জুন সকাল ৮টা হতে ১২ জুন সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল–

১। সুরাদ হোসেন,পিতা-আব্দুল আউয়াল,সাং-আশারিয়ারচর,০৮ নং ওয়ার্ড,থানা-সোনারগাও,জেলা-নারায়নঞ্জ।

২। বিজন শার্মা,পিতা-অলিল শার্মা,সাং-ঝাউতলা গাড়ীর মাঠ, থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

৩। মোঃ মামুন,পিতা-রমজান মিস্ত্রী,সাং- তৈলপাড়া কালী মন্দির, থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

৪।আলী,পিতা-হাসান,সাং-তারাবুনিয়ারছড়া,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

৫।ছোটন দে,পিতা-মৃত শ্রী মন্ত দে,সাং-সোনার পাড়া,০৮ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

৬।মোঃ বেলাল,পিতা-মোজাম্মেল,সাং-মধ্যম কলাতলী,১২ নং ওয়ার্ডর্,থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

৭।মোছেনা বেগম,স্বামী-মোঃ বাবুল,সাং-উত্তর ওসাহেদর পড়া ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার সদর,কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর