নিজস্ব প্রতিবেদক :
অনলাইনের মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদানের লক্ষ্যে অনলাইন ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট সিস্টেম বাস্তবায়ন করার জন্য আমরিন ইনফু টেক লিমিটেড (এআইটএল) এর সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। ১২ জুন (বুধবার) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকার আহমেদ বলেন, সেবা প্রত্যাশীদেরকে সহজ এবং কম সময়ে মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করা হচ্ছে। তিনি আরও বলেন, উক্ত সফ্্টওয়্যার ডেভেলপ করা হলে সেবা প্রত্যাশীদেরকে ভূমি ব্যবহার সংক্রান্ত সেবা গ্রহণের জন্য আর অফিসে আসতে হবে না। দেশ-বিদেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবে। ফলে কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পাবে।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম এবং আমরিন ইনফু টেক লিমিটেড (এআইটএল) এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-