কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১০জুন সকাল ৮টা হতে ১১ জুন সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ হামিদুল হক, পিতা-মৃত আবু তালেব, সাং-পূর্ব মোক্তারকুল, থানা ও জেলা-কক্সবাজার।

২। বাবুল মিয়া, পিতা-মফিজুর রহমান, সাং-ঘোনারপাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

৩। বাদশা, পিতা-নুরুল আলম, সাং-পূর্ব পাড়া, কালিরছড়া, ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

৪। শফি আলম পিতা-মৃত আলী, সাং-ভাদিতলা, ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

৫। বেদারুল আলম বেদার (৩০), পিতা-মোক্তার আহাম্মদ, মাতা-শামছুন্নাহার, সাং-মুহুরীপাড়া (বিসিক এলাকা, র‌্যাব ক্যাম্পের পিছনে) ঝিলংজা ইউপি ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার,

৬। তৌহিদুল ইসলাম @ তৌহিদ (২৮) পিতা-নুরুল আলম, মাতা-ছমুদা বেগম, সাং-মল্লিক ছোবহান বেপারী পাড়া, কালাম বরবাড়ী, পদুয়া, আমিরাবাদ ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে পেশকার পাড়া, সরোয়ারের বাসার ভাড়াটিয়া, কক্সবাজার পৌরসভা, ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার,

৭। সুজন মল্লিক (২০) পিতা-স্বপন মল্লিক, মাতা-বীনা মল্লিক, সাং-বিজিবি ক্যাম্প, মল্লিক পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৮। মোঃ হোসাইন (২০) পিতা-আলী আহাম্মদ, মাতা-আমিনা খাতুন, সাং-বিজিবি ক্যাম্প, বিনতের ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।

৯। মোঃ কাউসার হামিদ, পিতা-আঃ রহমান, সাং-পশ্চিম লারপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১০। খোরশেদ আলম প্রকাশ বাপ্পি, পিতা-সৈয়দ আহাম্মদ, সাং-টেকপাড়া, মসজিদ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

১১। হেলাল আহমদ, পিতা-হাফেজ আহমদ, সাং-মৌলভী পাড়া, টেকপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

আরও খবর