টেকনাফে র‍্যাবের অভিযানে ৪০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক- ২

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লক্ষ টাকার ৮ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টায় টেকনাফ উপজেলার মুছনী এলাকা অভিযান চালিয়ে ইয়াবা সহ ওই দুই মাদক পাচারকারীকে অটক করে।

আটকৃতরা হলো-টেকনাফের মুছনীপাড়ার মৃত মোহাম্মদ হোসেন ও ফাতেমা খাতুনের পুত্র দেলোয়ার হোসেন(৩৫) এবং মোঃ দেলোয়ার হোসেন ও পালিত মাতা শাহিনা আক্তারের পুত্র মোঃ সেলিম (১৯)।

র‌্যাব-১৫’র পক্ষে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক মেইল বার্তায় এ তথ্য জানায়।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের তারা জানতে পারে যে, টেকনাফের মুছনী এলাকার মোঃ দেলোয়ার হোসেন এর বসতবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে ৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টায় র‌্যাবের একটি দল মুছনি এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।এসময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পরে আটক আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাদের বসতঘরের খাটের নিচ তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা।

র‌্যাব-১৫ মেইল বার্তায় আরও জানায়,ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ঠ ধারায় মামলা করা হয়েছে।’ এছাড়া পলাতক আসামীকেও গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

আরও খবর