গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল
ঈদের আনন্দ উল্লাস করতে গিয়ে রোহিঙ্গা বোঝাই একটি পিকআপ ভ্যান সড়ক দূঘর্টনায় কবলিত হয়ে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১১জন আহত হয়েছে। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস দল দূঘর্টনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, ৭ জুন দুপুর ১২ টারদিকে একদল রোহিঙ্গা ঈদ ভ্রমণ উপলক্ষ্যে পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন-১১-৭০৩৭) করে ২২জন বহরের একদল রোহিঙ্গা গান-বাজনা ও নেচে উল্লাস করে ভ্রমণকালে মেরিন ড্রাইভের কচ্চপিয়া এলাকায় পৌঁছলে সড়কে থাকা ১টি ছাগলকে রক্ষা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক হতে ১৫ ফুট নীচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩জন নিহত এবং ১১জন গুরুতর আহত এবং অন্যরা সামান্য আহত হয় বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন নিশ্চিত করেন।
এই দূঘর্টনার খবর পেয়ে বাহারছড়া বিশেষ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি, ফায়ার সার্ভিস, টেকনাফ ও বাহারছড়া পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত এবং আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিহতদের মৃত্যু নিশ্চিত করার পর মৃতদেহ গুলো উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
আহতদের টেকনাফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত ও আহতরা সকলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বলে একাধিক তথ্য সূত্রে জানা গেছে।
তারা ঈদ উপলক্ষ্যে আনন্দ করতে এই পিকআপ ভ্যান নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার হয়ে আবার বস্তিতে ফেরার কথা ছিল।
অথচ এই দূঘর্টনায় রোহিঙ্গা ক্যাম্পে নেমে এসেছে শোকের ছায়া ও স্বজন হারানোর কান্না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-