খুরুশকুলে ইয়াবার জোয়ার শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ:

কক্সবাজার সদর উপকূলীয় খুরুশকুলে ইয়াবার জোয়ার শিরোনামে সিটিজিবিডি নিউজ ও বিবিসিনিউজ২৪.কম বিডি অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ হয়েছে তার একাংশের সংবাদখানা আমাদের ব্যাপক দৃষ্টিগোচর হয়েছে। আমরা ওই বির্বজিত ও হলুদ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃঢভাবে বলতে পারি প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ওই নিউজে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হিসেবে আমাদের নাম ব্যবহার করে সামাজিক আর পারিবারিকভাবে মারাতœক মানহানী করা হয়েছে।

আমরা বাপ দাদার আমল থেকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত। কিন্তু হঠাৎ করে এভাবে আমাদের নামে ষড়যন্ত্র সত্যিই দুঃখজনক এবং হলুদ সাংবাদিতার বহিঃপ্রকাশ। সংবাদে যেভাবে গণহারে সাধারণ মানুষের নাম ব্যবহার করে সম্মানহানী করা হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। আর প্রচার করা নিউজসমূহ ইতোমধ্যে খুরুশকুলবাসি মনে প্রাণে ঘৃনা করা শুরু করেছে পাশাপাশি সাংবাদিকতার মত মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা সকলে এলাকায় সামাজিকভাবে মর্যাদাশীল এবং প্রতিষ্টিত পরিবার থেকে বেড়ে উঠা পরিবারের সন্তান। আমরা সৎভাবে মৎস্য ব্যবসা করে জীবন সংসার চালিয়ে আসছি। আমরা সবাই কক্সবাজার বোট মালিক সমিতির সদস্য। সংশ্লিষ্ট প্রশাসন যদি বিষয়টি তদন্ত করতে চায় তাহলে আমরা সব সময় তাদের স্বাগত জানাবো। আর এভাবে কোন তথ্য প্রমাণ ছাড়া কেউ কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা মানে একেবারে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা এই গাঁজাখুরি সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারি
কামাল, আনোয়ার সর্বপিতা নাজির হোছন, দেলোয়ার পিতা আবু শামা, হামিদ পিতা পুতু বহদ্দার, দিলদার মিয়া পিতা কাদির হোসেন মেম্বার। সর্বসাং রাস্তার পাড়া খুরুশকুল, কক্সবাজার সদর, কক্সবাজার

আরও খবর