কক্সবাজারের তরুণ সাংবাদিক শাকিল’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল ডেইলী কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ মোহাম্মদ শাকিল (৩৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

২রা জুন (রোববার) সকাল ৭ টার দিকে সমিতিপাড়াস্থ নিজ বাস ভবনে হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল কেেরছেন তরুণ এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর। আজ মাগরিবের নামাজের পর কক্সবাজার নুর পাড়াস্থ উমেদিয়া জামে মসজিদের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

সাংবাদিক শাকিল কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সাগর দেশ পত্রিকার বার্তা প্রধান, মাই টিভির সাবেক জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক আলোকিত সময় এর জেলা প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তান রেখে যান। তার অকাল মৃত্যুতে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার অকাল মৃত্যুতে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও খবর