দালাল চক্রের সদস্যরা এখনো সক্রিয়!

সেন্টমার্টিন সাগর থেকে ২ দালালসহ ৬০ মালয়েশিয়াগামী আটক ; ট্রলার জব্দ

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে ৫৮জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে। এসময় মানব পাচারে জড়িত থাকার অপরাধে ২ দালালকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে।

সূত্রে জানা যায়, ৩০ মে বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে সেন্টমার্টিনের দক্ষিনে সাগরে অভিযান চালিয়ে অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে মালয়েশিগামী ট্রলারটি আটক করা হয়।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ জোসেল রানা জানান, মানব পাচারে জড়িত দালাল চক্রের সদস্যরা রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করছে। সেই গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে আমাদের সদস্যরা অভিযান পরিচালনা করে গভীর সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালয়েশিয়াগামীদের মধ্যে ২৮ জন নারী, ২০ জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে। এসময় দালাল চক্রের দুই সদস্যকেও আটক করা হয়।

ধৃত দালালরা হচ্ছে টেকনাফের নাইট্যংপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য আটককৃত দুই দালালসহ উদ্ধার মালয়েশিয়াগামীদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরও খবর