গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকায় ঝাউ বাগান থেকে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়,টেকনাফ সদর ইউনিয়ন রাজার ছড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় ঝাউ বাগানে গলায় ফাঁস লাগিয়ে লাল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানায় লাল মিয়া মিয়ানমার থেকে আসা একজন পুরাতন রোহিঙ্গা। ১৬ বছর আগে সদর ইউনিয়ন রাজার ছড়া এলাকার মুজিবুর রহমানের কন্যা লাইলা বেগমকে বিয়ে করে অত্র এলাকায় বসবাস করে আসছে। সে দিন মজুর ছিল। কাজের ফাঁকে কোন এক সময় গাছ থেকে পড়ে তার এক হাত অর্ধপঙ্গু হয়ে যায়। এরপর থেকে সে ঠিকমত সংসার চালাতে পারতো না। পার্শ্ববর্তী মানুষের কাছ সাহার্য্য সহযোগীতা নিয়ে কোন রকম তাদের সংসার চালাতো সে।
এই ১৬ বছর সংসার জীবনে তাদের ঘরে তাসলিমা (১১), আমিনা(৮), মরিয়ম (৫) নামে ৩টি কন্যা সন্তানও রয়েছে। এরপর থেকে তাদের সংসারে নেমে আসে নিত্য দিনের অভাব অনটন। পরিবারের সদস্যদের জন্য ঠিকমত অন্য জোগাড় করতে ব্যার্থ হওয়ায় স্বামী আর স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক কলহ।
অবশেষে বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে স্থানীয় লোকজন মেরিন ড্রাইভ এলাকায় একটি ঝাউ গাছে গলায় ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা এস আই সুজিত ঘটানাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, পারিবারিক কলহের কারনে সে অভিমান করে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-