অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ- উখিয়ায় যুবলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে সোহেল আহামদ

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি, উখিয়া-টেকনাফের অসহায় মানুষের আশ্রয়স্থল, সীমান্ত জনপদের আগামীর কর্ণধার সোহেল আহামদ বাহাদুর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারার এগিয়ে যাচ্ছে দেশ। আধুনিক উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে গ্রাম সহ সারা দেশের চিত্র। আওয়ামী সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রার চিত্র জনগনের সামনে তুলে ধরতে হবে তৃণমূল থেকে শুরু করে যুবলীগের সকল শ্রেনীর নেতাকর্মীদের।

মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ যুবলীগই পারে দেশ বিরোধী সকল বাধা ও ষড়যন্ত্রকে রুখে দিতে। ঐক্যবদ্ধ উখিয়া উপজেলা যুবলীগের এই চিত্র আজ অনুকরণীয়।
তিনি মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে হুশিয়ারী উচ্ছারণ করে বলেন, সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফকে শীর্ষ ইয়াবা কারবারীরা মিলে গিলে খাচ্ছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে উখিয়া-টেকনাফকে ইয়াবার কবল থেকে রক্ষা করতে হবে। উখিয়া-টেকনাফের মাটি থেকে ইয়াবা কারবারীদের নিশ্চিহ্ন করতে হবে। মাদক কারবারীদের এক বিন্দু পরিমাণ ও ছাড় দেওয়া যাবে না। জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে গড়া আওয়ামী যুবলীগ মাদকের বিরুদ্ধে সোচ্ছার ছিল, আছে এবং থাকবে। তিনি মাদক কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উখিয়া উপজেলা যুবলীগকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরো বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সহায়তা প্রদানে সরকারী-বেসরকারি সংস্থাকে নির্দেশ প্রদান করেছেন জননেত্রী। উখিয়া আওয়ামী যুবলীগ সবসময় ক্ষতিগ্রস্থ স্থানীয়দের পাশে থাকবে।

কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি সোহেল আহামদ বাহাদুর বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের বাঁচাতে সরকার নানানমুখী পদক্ষেপ নিয়েছে। প্রশাসন আজ কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে ধান ক্রয় করছে। অথচ একপক্ষ সরকার বিরোধী ষড়যন্ত্র হিসেবে কৃষকদের উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই ব্যাপারে উখিয়া যুবলীগকে সতর্ক থাকতে হবে। ২৯ মে (২৩ই রমজান বুধবার) পালং গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্টিত উখিয়া উপজেলা যুবলীগ ও তৃণমূল যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান কৃষকলীগ উখিয়া উপজেলা সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি যথাক্রমে সাংবাদিক রতন কান্তি দে, কফিল উদ্দিন চৌধুরী, গাজি মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি মকছুদ চৌধুরি, রাজাপালং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, পালংখালী ইউনিয়ন যুবলীগ যুবলীগের যুগ্ন আহব্বায়ক আবদুল গফুর নান্নু, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার শহর যুবলীগের যুগ্ন আহব্বায়ক শাহেদ মোঃ এমরান, জেলা যুবলীগ নেতা এডভোকেট আরিফুল মোস্তফা, মোঃ রিগ্যান চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান হিমেল প্রমুখ। এইছাড়া উপজেলা যুবলীগের সকল নেত্রীবৃন্দ ছাড়াও উপজেলার পাচ ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহব্বায়ক, যুগ্ন আহব্বায়ক এবং উপজেলার ৪৫ ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আমীর সুলতান এবং দেশ ও দশের সম্মৃদ্ধি কামনা করে ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ।

আরও খবর