ডেস্ক রিপোর্ট – সুন্দরবনের র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর চারজন নিহত হয়েছেন। চাঁদপাই রেঞ্জের জংড়া খাল এলাকায় হাসান বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাহিনী প্রধানেরও মৃত্যু হয়েছে। এছাড়া জলদস্যু বাহিনীর কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৯ মে) সকালে র্যাব সদরদফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাইরেঞ্জের জোংড়ার খাল এলাকায় র্যাব টহল শুরু করলে জলদস্যু বাহিনী র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।
র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধের’ পর দস্যুরা পিছু হটতে শুরু করে। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর প্রধানসহ চার দস্যুর মরদেহ উদ্ধার করে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-