কক্সবাজার জার্নাল ডটকম :
কক্সবাজার শহরের দক্ষিণ আদর্শ গ্রাম থেকে ৯ হাজার ৯৫০ টি ইয়াবাসহ মোঃ রফিক (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রফিক ওই এলাকায় বসবাসরত মোঃ ইউনুসের ছেলে। স্থানীয় জনৈক কালুর বাসায় ভাড়ায় থাকতেন রফিক।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃঃ মেহেদী হাসান। তিনি কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-