চট্টগ্রাম : কক্সবাজার হয়ে ঢাকার পথে শ্যামলী পরিবহনের একটি বাসে ইয়াবা পাচারকালে তিন হাজার ৯২৫ ইয়াবাসহ এক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৭) সদস্যরা।
সোমবার (২৭ মে)) রাত সাড়ে তিনটায় সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরিহাটের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রনি (৩১) জামালপুর জেলার সরিষাবাড়ির থানার কাবারিয়া গ্রামের মো. লস্কর মিয়া ছেলে। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মাশকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকায় পাচার করতেন। তার কাছে পাওয়া উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৯ লক্ষ্য ৬২ হাজার ৫০০ টাকা।
তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাশকুর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-