চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় রোববার সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মো. আমজাদ উপজেলার কাকারা ইউপির ৯নং ওয়ার্ড বেপারীপাড়ার মো. রফিকের ছেলে।
ওয়ার্ড মেম্বার মো. বাদশা বলেন, মাতামুহুরীর মাঝের ফাঁড়ি সেতুর নিচে গোসল করতে গিয়ে ডুবে যায় আমজাদ। এ সময় অন্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। আমজাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-