ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোর (বেনাপোল) প্রতিনিধি

যশোরের মণিরামপুর থেকে ইয়াবাসহ দেবু সরকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক দেবু সরকার মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি উপজেলার কুমারসীমা গ্রামের মৃত জনার্ধন সরকারের ছেলে।

গত শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর উপজেলার হোগলাডাংগা মাদ্রাসার সামনে থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি র‌্যাবের একটি দল নিয়ে মণিরামপুর থানার হোগলাডাংগা দারুস সালাম দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালায়। তিন রাস্তার মোড় থেকে ইউপি সদস্য দেবু সরকারকে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সহযোগীদের আটকের জন্য অভিযান চলছে। রবিবার সকালে তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন,‘তার নামে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আরও খবর