উখিয়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি •

উখিয়ার উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী ডজন মামলার পলাতক আসামি নুরুল আবছার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের মনির আহমদের ছেলে।

উখিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হকের নেতৃত্ব একদল পুলিশ শনিবার (২৫ মে) ভোর রাতে উখিয়ার উপকূলীয় মনখালীর গহীন অরণ্য থেকে তাকে আটক করেন।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে উখিয়ার উপকূলীয় এলাকা জুড়ে আবছার বাহিনীর রাজত্ব ছিল। এই বাহিনীর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, ধর্ষণ, জমি জমা দখলের অভিযোগ ছিল।

এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে থানায় ডজন খানেক মামলা রুজু রয়েছে। তাকে আটকের পর কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর