ঈদ করা হলো না আনাস ইব্রাহিমের

আবদুল করিম বিটু, চকরিয়া

আজ শনিবার, রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের চকরিয়া সুপার মার্কেটস্থ আর এক্স জুতার দোকানের সামনে ছিনতাইকারীদের প্রকাশ্যে চুরিকাঘাতে দুইজন আহত হয়।

আহতদের একজন আনাস ইব্রাহীম, চট্রগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে।

চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিনামারা এলাকার হাফেজ নেছার আহমদের ছেলে আনাস ও মা নিজপানখালী প্রাইমারী স্কুলের শিক্ষীকা। নিহত আনাস চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাস করেছে।

আরও খবর