সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার শহরে তিন দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এর প্রভাবে বেড়েছে দেশী মুরগি, লাল লেয়ার এবং পাকিস্তানী কক মুরগির দামও। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এভাবে মুরগি ও মাছের দাম দিনের পর দিন বাড়তে থাকলে মানুষ না খেয়ে মরতে হবে দাবি সচেতন মহলের।
কক্সবাজার শহরের কানাইয়া বাজার, পিটিস্কুল বাজার, কালুর দোকান বাজার, বাহারছড়া বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
শহরের কানাইয়া বাজারে এখন ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। অথচ তিনদিন আগেই শহরের প্রতিটি বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছিলো ১৩০ টাকা ১২৫ টাকা। অর্থাৎ তিনদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে লাল লেয়ার ও পাকিস্তানী কক মুরগির।
লাল লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি, যা গত তিন আগে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। দেশী মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হওয়া মুরগি এখন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকা। লাল লেয়ার বিক্রি করতো ২৫০ টাকা থেকে ২৬০ টাকা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। তাও আবার দেশী মুরগি হিসেবে বিক্রি করছে বাজারে।
মুরগির ব্যবসায়ী মোঃ কামাল বলেন, উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ মুরগির বাড়তে শুরু করেছে। সামনে দিকে আরও বাড়তে পারে। যেহেতু সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় বাজারে মাছের অকাল শুরু হওয়ায় মুরগির দাম বেড়েছে। তিন আগেই মুরগির দাম বেশ কম ছিল। কিন্তু হঠাৎ করেই মুরগির দাম বাড়তে শুরু করে। দিনদিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে। বাজারে মুরগির যে পরিমাণ চাহিদা রয়েছে, সে হারে ফার্ম থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণেই হয়ত মুরগির দাম বাড়তে শুরু করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-