চট্টগ্রাম :
![](http://coxsbazarjournal.com/wp-content/uploads/arrest-greftar-620x330.jpg)
কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ৫৪ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ি, সার্কিট হাউস ও আউটার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের মধ্যে ৩২ জন শিশু, ১৪ জন নারী ও আটজন পুরুষ রয়েছে। তাদের পুনরায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, আটক রোহিঙ্গারা রোজা ও ঈদকে সামনে রেখে কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিল। নগরের কাজীর দেউড়িসহ আশপাশের এলাকায় অবস্থান করছিল তারা। দিনের বেলায় ওই এলাকায় ও বিভিন্ন স্থানে ভিক্ষা করে, আর যাকাতের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ায় তারা। পাশাপাশি তারা শিশুদেরও ভিক্ষার কাজে ব্যবহার করে। তাদের সবাইকে আটক করে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-