নিজস্ব প্রতিবেদক :
ভারুয়াখালী ইসোসিয়েশন কক্সবাজার এর আয়োজনে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে (শুক্রবার) অভিজাত হোটেল মিশুক মেরিডিয়ান রেস্টুরেন্টে ভারুয়াখালী ইসোসিয়েশনের সভাপতি ডা: মনজুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নেজামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিমুল্লাহ বাহাদুর।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আজম (বি কে আজম), প্রফেসর নাজিম উদ্দীন,কক্সবাজার জার্নাল ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম, নুরুল আলম হেলালী, ছুরত আলম, এডভোকেট জাফর আলম, এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, আবুল কালাম চৌধুরী, ভারুয়াখালী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুল হক, এডভোটেক শওকত বেলাল, এডভোকেট শওকত ওসমান
উক্ত ইফতার মাহফিলে এসোসিয়েশনের প্রায় ৫০ জনের মতো সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-