রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিক হয়রানী বন্ধে সাংবাদিক ইউনিয়নের তিন দিনের আল্টিমেটাম

বার্তা পরিবেশক

রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ধারাবাহিকভাবে হয়রানী বন্ধের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। বুধবার বেলা আড়াই টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই আল্টিমেটাম দেয়া হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি ৩ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যতায় রোহিঙ্গা ক্যাম্পের সংবাদ পরিবেশন সংক্রান্ত বিষয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে নানা অপরাধ সংঘটিত হচ্ছে। ওখানে চলছে নানা অনিয়ম। এসব অপরাধ ঢাকতে পরিকল্পিতভাবে সাংবাদিকদের বাঁধা প্রদান করা হচ্ছে। সভায় এসব বিষয়ে সংশ্লিষ্ট সকল দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, আবদুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, এইচ এম এরশাদ, দীপক শর্মা দীপু, ফরহাদ ইকবাল, নুপা আলম প্রমুখ

আরও খবর