সেন্টমার্টিনের গভীর সাগর থেকে ভাসমান অবস্থায় ২ বস্তা ইয়াবা ও গাঁজা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ কোস্টগার্ড সদস্যদের পৃথক ২টি অভিযান পরিচালনা করে গভীর সাগর থেকে ভাসমান অবস্থায় এক লক্ষ,৪০ হাজার ইয়াবা ও পরিত্যক্ত অবস্থায় প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তবে ইয়াবা ও গাঁজার সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

তথ্য সূত্রে জানা যায়,১৮মে গভীর রাতে টেকনাফে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপের গভীর বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে আসা একটি ট্রলারকে থামানোর চেষ্টা করলে ট্রলারে থাকা মাদক পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের সংকেত না মেনে ভাসমান ফ্লোটের ২টি বস্তা পানিতে ফেলে দিয়ে সু-কৌশলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

এরপর বস্তা ২টি উদ্ধার করে তার ভিতর থেকে ১লক্ষ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে সেন্টমার্টিন ডেইলপাড়া বাজার সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশী করে ৮শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এই দুটি অভিযানে ইয়াবা ও গাঁজার সাথে জড়িত কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।

আরও খবর