আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল
উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্টান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারের আল রশিদ কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও মুদির দোকান গুলোতে মূল্যতালিকা না টাঙানোর দায়ে ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কামাল স্টোরকে ১০ হাজার, মাহবু স্টোরকে ১০ হাজার, আলমগীর স্টোরকে ৫ হাজার ও রামি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলমসহ অন্যান্যরা।
এর সত্যতা নিশ্চিত করে স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম সিবিজেকে বলেন, রমজান মাসে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-