ডেস্ক রিপোর্ট – কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে এক অজ্ঞাত মরদেহ। সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে মরদেহ ভেসে আছে বলে জানান স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ সৈকত তীরে রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা মুঠোফোনে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের জোয়ারের সময় প্রায় বিবর্ণ মরদেহটি ভেসে আসে। সাগরের জোয়ারের পানি তোড়ে মরদেহটি তীরে আটকে পড়ে। ফলে তা সেখানে বিচরণত লোকজনের চোখে পড়ে। মরদেহের হাফ প্যান্ট আর গায়ে গেঞ্জি রয়েছে। সেখান থেকে ছবি তুলে মরদেহের ছবির ফেসবুকে পোস্ট করেছে অনেকে।
এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-