নগদ টাকা উদ্ধার

টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ইয়াবা,গাঁজাসহ দুইজন খুচরা মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছে। তথ্য সুত্রে জানা যায় তারা দুই জন স্বামী-স্ত্রী।

আটককৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন লেঙ্গুরবিল এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ রফিক (৪৩),তার সহধর্মীনি সোনা মেহের (৩২)।

১৫ মে বুধবার সকাল ১০টার দিকে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লেঃ মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে আটক করতে সক্ষম হয়েছেন।

এসময় তাদের কাছ থেকে ৩৮৫ পিছ ইয়াবা,১০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির নগদ এক লক্ষ, ৩৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে র‌্যাব টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ অধিনায়ক শাহেদ মির্জা মাহতাব জানান, আটক রফিক ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ খুচরা মাদক বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে আসছিল।

অবশেষে গোপন সংবাদ পেয়ে তাদেরকে আটক করার জন্য অভিযান পরিচালনা করে র‌্যাব। একপর্যায়ে ১৫ মে বুধবার সকালে তাদেরকে র‍্যাব সদস্যরা আটক করতে সক্ষম হয়।

ধৃত ব্যাক্তিদের মাদক আইনে মামলা রুজু করে পরবর্তী কার্য্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর