ফের এলএ অফিস থেকে বিএনপি নেতা খোরশেদ আটক: কারাদন্ড

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা (এলএ) অফিস থেকে বিএনপি নেতা খোরশেদ আলম (৪১) নামে এক দালালকে ফের আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। দন্ডিত খোরশেদ আলম মহেশখালী উপজেলার কালামার ছড়া ইউনিয়নের মারকাঘোনা গ্রামের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে। ১৫ মে (বুধবার) দুপুরের দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাত শহীদ পিংকি এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারী কাজে বাধা প্রদান করার অভিযোগে খোরশেদ আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক জিন্নাত শহীদ পিংকি। দন্ডিত খোরশেদকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্স এই অভিযানে সহায়তা করেন।

আরও খবর