রোহিঙ্গা নারী ইয়াবাসহ আটক

রোহিঙ্গা মাদক কারবারীরা এখনো সক্রিয়!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল

মাদক পাচার প্রতিরোধে টেকনাফ উপজেলায় দায়িত্বরত বিভিন্ন সংস্থার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযানে প্রতিনিয়ত ধরা পড়ছে ইয়াবা ও পাচারকারী।

তথ্য সূত্রে দেখা যায় মাত্র কয়েক মাসের ব্যবধানে পুলিশ, র‍্যাব ও বিজিবির সাথে গোলাগুলিতে এই পর্যন্ত প্রায় ৮০জন মাদক কারবারী নিহত হয়েছে। কিন্তু থেমে নেই ইয়াবা পাচার!

তথ্য অনুসন্ধানে আরো দেখা যায়,বিভিন্ন কৌশলে এখনো ইয়াবা পাচার অব্যাহত রেখেছে রোহিঙ্গারা।

সেই সূত্র ধরে ১৩ মে গভীর রাতে টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ২ বিজিবি সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৩৮৮৫ পিচ ইয়াবাসহ খালেদা (২০) নামে এক রোহিঙ্গা নাগরিক আটক করতে সক্ষম হয়েছে।

এদিকে ১৪ মে সন্ধ্যায় ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারী খালেদার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করেছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আরও খবর