
আবদুল করিম বিটু, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদ সংগ্লন মাতামহুরী নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল কাকারা ইউনিয়নের পাহাড়তলী পাড়ার বাসিন্দা আহমদ হোসেনর পুত্র মোঃরিফাত (১৪)।
সকাল ৮টায় দোকানে যাওয়ার প্রস্তুতি নিতে নদীতে গোসল করতে নামে, নদীতে নামা অল্প ক্ষনের মধ্যে নদীতে তলিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিসের ডুবুরী, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ৫ ঘন্টা পর লাশ উদ্ধার করে।
এসআই কামরুলের নেতৃত্বেএকদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ চকরিয়া থানায় নিয়ে আসেন। নিহত রিফাত মাইজঘোনা ৬ নং ওয়ার্ডের চিরিঙ্গার জুতার দোকান মালিক-আমিনুল ইসলামের অধীনস্হ কর্মচারী ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-