টেকনাফে ইয়াবাসহ নারী আটক

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ যানবাহনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সমন্বয়ে যৌথ টিম।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সল হাসান খান বলেন, সোমবার রাত ৯ থেকে সাড়ে ১১টা পর্যন্ত দমদমিয়া চেকপোষ্টের পশ্চিমে পাকা রাস্তার উপর বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ টিম যানবাহন তল্লাশি চালায়। এসময় কোমরে পেঁচানো অবস্থায় ১১ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা মূল্যমানের ৩ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ হ্নীলা মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি ব্লকের বসবাসকারী ইউছুফের স্ত্রী খালেদাকে (২০) কে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকৃত নারীকে আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ সার্কেলে সোপর্দ করা হয়েছে

আরও খবর