মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ২২ মণ খেজুর ধ্বংস ও ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১৩ মে) বিকেলে পৌরশহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে এ অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ২২মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি। অভিযানকালে সাথে ছিলেন ইউএনও কার্যালয়ের কর্মকর্তা রতন পাল, চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-