ইফতারের আগে ৩ বাংলাদেশিকে গুলি

ডেস্ক রিপোর্ট – দক্ষিণ আফ্রিকার থেম্বিসায় ফম্লং নামক স্থানে বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলামের দোকানে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ১০ মে সন্ধ্যা ৬টায় ইফতারের আগে দোকানে একদল ডাকাত প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় তিন বাংলাদেশি আহত হন।

আহতরা হলেন তাজুরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. খাইরুল। স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা থেম্বিসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসক জানিয়েছে, আহতরা এখনো বিপদমুক্ত হয়নি, মহিউদ্দিনের পায়ের গুলি দ্রুত অপারেশন করাতে হবে। তাজুরুল ইসলাম।

মো. মহিউদ্দিন আপন দুইভাই বলে স্থানীয় প্রবাসীরা জানান। তাদের দেশের বাড়ি দোরস খোলা কুমিল্লা এবং খাইরুলের দেশের বাড়ি মাওরাবাড়ি, কুমিল্লা।

আরও খবর