অনলাইন ডেস্ক :
দীর্ঘ প্রায় এক বছরের অপেক্ষা শেষ হলো অবশেষে। আজ সোমবার ঘোষিত হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। ৩০১ সদস্যের কমিটি ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যমুনা টেলিভিশনকে জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।
গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেয়া হয়।
নিচে ছাত্রলীগের প্যাডে কমিটির সদস্যদের নামের তালিকা তুলে ধরা হলো–
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-