মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি!

টেকনাফ সৈকত উপকূল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ বাহারছড়া সৈকত উপকুল থেকে অজ্ঞাত একটি একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ১২ মে রবিবার রাত ১১ টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন দক্ষিন শীলখালী সৈকত উপকুলীয় এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত।

সংবাদের সত্যতা নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান,
স্থানীয় জনগনের কাছ থেকে খবর পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে অত্র ইউনিয়ন দক্ষিন শীলখালীর সমুদ্র সৈকত থেকে এই অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় পাওয়া গেলে এই মৃত্যুর আসল রহস্য কি সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর