ইয়াবাসহ অবৈধ পণ্য পাচারের নিরাপদ পরিবহন বেসরকারি হেলিকপ্টার। বেসরকারি হেলিকপ্টারগুলোর যাত্রী এবং ব্যাগেজ স্ক্যানিংয়ের ব্যবস্থা না থাকায় অবৈধ পণ্য পাচারের ঘটনা ঘটছে। বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। এরপরই নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়। তারা বলছে, কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে মাদক চোরাচালানের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিয়েছে। যেহেতু হেলিকপ্টারের যাত্রীদের তেমন কোনো নিরাপত্তাবলয়ের মাধ্যমে যেতে হয় না এবং পণ্য পরিবহনের সময় স্ক্যানিংয়ের যথাযথ ব্যবস্থা নেই, তাই এত দিন ব্যাপারটি কারও নজরে আসেনি।
গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ তথ্যটি জানার পর গত ৩রা এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে ইয়াবাসহ অবৈধ পণ্য পাচার নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই সভায় বেসরকারি আটটি প্রতিষ্ঠানের হেলিকপ্টারের মালিক ও তাদের প্রতিনিধি, বিমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদক পরিবহন প্রতিরোধে তাদের সহযোগিতা চাওয়া হয়। একই সভায় বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে সুপারিশমালা তৈরি করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়।
বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, হেলিকপ্টার ব্যবহার করে মাদক পরিবহন হচ্ছে। স্ক্যানিংয়ের যথাযথ ব্যবস্থা না থাকায় অনেক মাদক ব্যবসায়ী এ সুযোগ পাচ্ছে। এ জন্য হেলিকপ্টার মালিকদের ডেকেছিলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দিতে আমরা একটি কমিটি করে দিয়েছি। এক মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকেও মাদক পরিবহন প্রতিরোধে হেলিকপ্টার ব্যবহারে সতর্কতা জারি করতে বলা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে অবৈধ পণ্য প্রতিরোধে সুপারিশ দিতে উচ্চ পর্যায়ের উপকমিটির বৈঠক গত ১৭ ই এপ্রিল ও ৯ ই মে অনুষ্ঠিত হয়। ১৭ ই এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে র্যাবের প্রতিনিধি জানান, বেসরকারি হেলিকপ্টারগুলোর গন্তব্য, যাত্রী হিসেবে কারা যাতায়াত করছে এবং কি ধরনের পণ্য পরিবহন করছে এসব তথ্য পরীক্ষা-নিরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। পাশাপাশি হেলিকপ্টারগুলো হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়ার আগে পথে কোথাও অবতরণ করছে কিনা বা গন্তব্য স্থান থেকে পুনরায় ঢাকায় আগমনের সময় অন্য কোথাও অবতরণ করছে কিনা এ তথ্যও পর্যালোচনার ব্যবস্থা নেই।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি হেলিকপ্টারে আগমনী যাত্রীদের ব্যাগেজগুলো তল্লাশীর কোন ব্যবস্থা নেই। এজন্য হেলিকপ্টারের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। এটি প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন। হেলিকপ্টারে রোগী পরিবহনের ক্ষেত্রে অনেক সময় রোগী পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যায়। বৈঠকে বেসরকারি হেলিকপ্টার সংস্থা মেঘনা এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, হেলিকপ্টারে আরোহনকারি যাত্রীর তথ্য এবং ফ্লাইট রুট সংক্রান্ত তথ্য ফ্লাইট পরিচালনার আগেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দিতে হয়। যাতায়াতকালীন সময়ে হেলিকপ্টারটি তৃতীয় কোন গন্তব্যে নেমেছে কিনা তা মনিটরিংয়ের ব্যবস্থা নেই।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) প্রতিনিধি ওই সভায় কিছু প্রস্তাব দিয়ে বলেন, হেলিকপ্টারগুলো তাদের ফ্লাইট পরিচালনার আগে ফ্লাইট প্ল্যান দাখিল করে। বর্তমানে এটি ম্যানুয়ালি করা হয়ে থাকে। ফ্লাইট প্ল্যান কার্যক্রম অটোমেশন করলে আইন-শৃঙ্খলা বাহিনী সহজেই ফ্লাইট ও যাত্রী সংক্রান্ত তথ্য পাবেন। এছাড়া বেসরকারি হেলিকপ্টারগুলোর যাত্রাপথ মনিটরিং করতে একটি সফটওয়্যার স্থাপন করা হচ্ছে। কমিটি’র সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন বলেন, হেলিকপ্টারগুলো গন্তব্যস্থল ছাড়া অন্যত্র যাতে অবতরণ করতে না পারে সেজন্য সিএএবি এ বিষয়ে নির্দেশনা জারি করতে পারে। আরও কিছু বিষয়ে সরজমিনে দেখে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয় ওই সভায়। বিমান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টার উড়ার ছয় ঘণ্টা আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি নেয়ার কথা থাকলেও বেশির ভাগই নেন না। তাই একটি সুপারিশ তৈরি করলে বেসরকারি হেলিকপ্টার ব্যবস্থাপনায় ভাল ফল দেবে।
সূত্র- মানবজমিন.ডটকম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-