রাতভর তরুণীকে ধর্ষণ, ইউপি সদস্য আটক

কুমিল্লার দেবিদ্বারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকেলে ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক নবীরুল ইসলাম নবী উপজেলার সূর্যপুরের মো. সামসুল হকের ছেলে।

ধর্ষণের শিকার তরুণী জানান, ১৮ জানুয়ারি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইউপি সদস্য নবীরুল ইসলাম তাদের গতিরোধ করে পরিচয় জানতে চান। স্বামী-স্ত্রী পরিচয় পেয়ে বিয়ের কাবিননামা দেখতে চান নবীরুল। কাবিননামা দেখানোর পর তা ভুয়া বলে আখ্যায়িত করেন তিনি। পরে নবীরুলের সঙ্গী আকাশ স্বামী-স্ত্রীকে মারধর করেন। ওই সময় তাদের ছেড়ে দেয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন নবীরুল।

ওই তরুণী আরো জানান, তার স্বামী তাকে নবীরুলের হেফাজতে রেখে টাকার ব্যবস্থা করতে যান। পরদিন টাকা পেয়েও তাকে ছড়েননি অভিযুক্ত ইউপি সদস্য। তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তার স্বামীকে চলে যেতে বলেন। পরে নবীরুল, শামিম, পাখি, আকাশসহ কয়েকজন যুবক তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে ফেলে যায়।

ভুক্তভোগী তরুণী জানান, ইউপি সদস্য নবীরুলসহ ৯ জন তাকে ধর্ষণ ও ভিডিও করে।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ধর্ষণের শিকার তরুণী লিখিত অভিযোগ করেছেন। ইউপি সদস্য নবীরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর