নিজস্ব প্রতিনিধি, টেকনাফ
টেকনাফ সাবরাং ইউনিয়নে শীর্ষ ৪ ইয়াবা কারবারীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
তথ্য সুত্রে জানা যায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফ সাবরাং ইউনিয়ন নয়াপাড়া এলাকায় টেকনাফ থানার (ওসি)প্রদীপ কুমার দাসের নেতৃত্বে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত কোন ইয়াবা কারবারীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি প্রদীপ কুমার জানান, দীর্ঘদিন ধরে চলমান মাদক বিরোধী অভিযানের মাঝেও এখনো অনেক ইয়াবা ব্যবসায়ী আড়ালে থেকে তাদের অপকর্ম এখনো অব্যাহত রেখেছে। সেই সমস্ত ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করে নির্মুল করার জন্য পুলিশ সদস্যদের অভিযান চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-