আবদুল্লাহ আল আজিজ :
দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত কারীদের মাধ্যমে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল কেন্দ্রীয় জামে মসজিদে ২০ দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ অনুষ্টিত হচ্ছে।
১ম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ২০ দিন ব্যাপী মহান আল্লাহর গ্রন্থ আল কোরআন সহিহ-শুদ্ধভাবে পাঠের এ প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।
এ কোর্সে রয়েছে নামাজের সুরা কেরাত, বিভিন্ন দোয়া, বাস্তবিক ভাবে নামাজের প্রশিক্ষণ, আরবি অক্ষর গুলোর মধ্যে কঠিন অক্ষর গুলো প্রশিক্ষণের মাধ্যমে সহজ ভাবে মস্কো করানো।
এছাড়া আজান একমত, বিভিন্ন সুরে শুদ্ধ করার বিশেষ ব্যবস্থা। তাজবীদের কাইদা/কাওয়ায়েদ গুলো শিখানোর বিশেষ ব্যবস্থা।
মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র , জেনারেল শিক্ষিত, বয়স্ক ও সরকারি বিভিন্ন পেশাজীবীদের জন্য রয়েছে এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
এই কেরাত প্রশিক্ষণের আয়োজন করেছে ‘তুতুরবিল তালিমুল কোরআন সংস্থা’।
এ সংস্থার তত্ত্বাবধানেই উল্লিখিত কেরাত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মাওলানা ক্বারী রিদওয়ানুল করিম এই কেরাত কোর্সে নিয়মিত ক্লাস পরিচালনা করবেন। তাঁর সঙ্গে কেরাত প্রশিক্ষণ দিতে যোগ দিবেন দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত কারীগণ।
এই গৌরবময় কেরাত কোর্সে ভর্তি শুরু হয়েছে ১৫ এপ্রিল ত শাবান থেকে। এতে অংশ নেওয়ার জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামে এই মসজিদ অবস্থিত। সার্বিক যোগাযোগের জন্য এ মোবাইল নম্বরে কল দেওয়া যাবে : ০১৬২২৪০৯৪৯৪ ও ০১৮৬৬৪৯৫০৭৮
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-