নাফনদীর সীমান্ত অতিক্রমকালে ৪ নৌকাসহ ৭ জেলে আটক; থানায় হস্তান্তর

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

নাফনদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে গিয়ে সীমান্তের শূণ্য রেখা অতিক্রম চেষ্টা কালে চার নৌকাসহ ৭ বাংলাদেশী জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, নাফনদীতে মাছ শিকার না করার জন্য নিষেধাজ্ঞা থাকার পরও গত ৭ মে মঙ্গলবার রাতে ৪টি নৌকাযোগে বাংলাদেশী ৭ জেলে মাছ শিকার করার জন্য শাহপরীরদ্বীপের জালিয়া পাড়া নাফনদী সীমান্ত পয়েন্ট অতিক্রম করে প্রায় ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে নাফনদীতে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

ধৃত জেলেরা হচ্ছে টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার মৃত আবু তৈয়বের পুত্র ইমাম হোসেন (২৮), একই এলাকার মৃত মকবুল হোসেনেরর পুত্র মোঃ সিদ্দিক (৪৫), আহম্মদ সুলতানের পুত্র আব্দুস সালাম (৩৮),শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া মোহাম্মদ সাকেরের পুত্র আনোয়ার খালেদ (২০), একই এলাকার নুর কবিরের পুত্র মোঃ আয়েছ (২৪), মোঃ আয়ুবের পুত্র মোঃ আমির খান (১৮), ছৈয়দ হোসেনের পুত্র মোঃ ইদ্রিসকে (১৮)।

অবশেষে ৯ মে বৃহস্পতিবার আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আরও খবর