বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আমান (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বালুখালী বাজার থেকে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটক আমান রোহিঙ্গা শিবিরের বি-ব্লকস্থ শফিউর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছে বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইয়াবার চালান আসছে এমন খবরে অভিযানে যায় র্যাব। র্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করে আটক আমান। পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-