ডেস্ক রিপোর্ট – রাজধানীর আগারগাঁও এলাকায় চেকপোস্টে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৮ মে) রাতের শেষভাগে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র্যাব সদর দফতরের মেজর রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।
রইসুল ইসলাম মনি বলেন, ‘আগারগাঁও এলাকায় র্যাবের চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামানোর জন্য সিগনাল দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা বাধা দিলে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রইসুল ইসলাম আরও বলেন, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৫০০ বোতল ফেনসিডিল ভর্তি প্রাইভেটকার ও গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-