উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি মামলা দায়ের করতে সক্ষম হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন।
মঙ্গলবার দুপুরে উখিয়ার পালংখালি বাজার,থাইংখালী বাজার ও উখিয়া বাজারে এ অভিযান চালানো হয়। পবিত্র রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ। দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা,পন্যের মূল্য তালিকা প্রদর্শন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন উখিয়া উপজেলা স্যানেটারী কর্মকর্তা নুরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী রবিন বলেন পবিত্র রমজান মাসে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-